করিমগঞ্জে ফের বিজেপি প্রার্থী কৃপানাথ, মিষ্টি বিতরণ করলেন সংখ্যালঘুরা

Spread the love

আব্দুর রহমান, নিলামবাজার : বিজেপির চুড়ান্ত দলীয় প্রার্থী তালিকায় করিমগঞ্জ লোকসভা আসনে দ্বিতীয়বার কৃপানাথ মালাকে বিজেপি প্রার্থী ঘোষণা করায় মিষ্টি বিতরণ করলেন সংখ্যালঘুরা।

শনিবার সন্ধ্যায় করিমগঞ্জ লোকসভা আসনের জন্য কৃপানাথের নাম ঘোষণা হওয়ার পর নিলামবাজার লালপুল, আলমখানীতে মালা সমর্থক জনতার আওয়াজ এনজিওর কর্মকর্তারা বাজি পটাকা পুড়িয়ে আনন্দ প্রকাশ করেন।

আজ ফের জনতার আওয়াজ এনজিওর কর্মকর্তারা কৃপানাথ মালাহর বাড়িতে গিয়ে দেখা করে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান, পাশাপাশি মিষ্টি বিতরণও করেন।

মালাহ পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, তিনি এবারের নির্বাচনে পুর্বের তুলনায় দ্বিগুণ ভোটে নির্বাচিত হবেন।

তিনি বলেন, ডবল ইঞ্জিন সরকার যেভাবে দেশের উন্নয়নে কাজ করেছে সেটা অবিস্বাস্য, বলেন করিমগঞ্জেও ব্যাপক উন্নয়ন হয়েছে।

সবকা সাথ সবকা বিশ্বাসের মন্ত্রে কাজ হয়েছে, ফলে উন্নয়নের গতি ত্ত্বরানিত হয়েছে।

এই আসনে সংখ্যালঘু ভোটের সংখ্যা বেশি হলেও নির্বাচনে কোন বিশেষ প্রভাব পড়বেনা, কারন মানুষ উন্নয়নের সঙ্গে আছেন আর থাকবেন।

সংখ্যালগু ভোট কোনো ভাবে ফ্যাক্টর হবে না বলেন মালাহ।

তিনি বলেন, আগামী নির্বাচনে করিমগজে বিজেপির জয় নিশ্চিত, দেশে আবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হবে সঙ্গে থাকবে করিমগঞ্জ।

জনতার আওয়াজ এনজিওর সভাপতি মানই মিয়া ও সৈয়দ সেলিম আহমেদ বলেন, কৃপানাথ মালার প্রচেষ্টায় দুর্লভছড়া-গৌহাটি ট্রেন চালু হয়েছে, মেডিক্যাল কলেজের শুভারম্ভ হয়েছে।

এছাড়াও কৃপানাথ মালার পাচঁ বৎসরের কার্যকালে কোনো সংখালগু দুঃখ পায়নি। সুতরাং এবারের নির্বাচনে নিয়ম অতিরিক্ত ভোট পাবেন মালাহ। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাইদুল আহমেদ, আহাদ উদ্দিন, রানু মিয়া, আব্দুল কুদ্দুস, পাখি মিয়া প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token