উধারবন্দ প্রতিনিধি : আগামী বৃহস্পতিবার থেকে উদারবন্দ পানগ্রামে শুরু হচ্ছে নাইন এ সাইড ফুটবল টুর্নামেন্ট।
চন্ডিঘাট সাইনবোর্ডের বিপরীতের খেলার মাঠে অনুষ্ঠিত হবে ভারতী সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো দুই হাজার টাকা করে এন্টি ফিস দিয়ে নাম নতিভুক্ত করতে হবে।
খেলার প্রথম পুরস্কার রয়েছে বিশ হাজার টাকা এবং সঙ্গে থাকবে একটি বড় ট্রফি, দ্বিতীয় পুরস্কার দশ হাজার টাকা এবং সঙ্গে থাকবে ট্রফি।
এছাড়াও প্রতিযোগিতায় শীর্ষ গোলদাতা, সেরা গোলকিপার ও ফাইনালের সেরা প্লেয়ারের জন্য রয়েছে আকর্ষণীয় ট্রফি।
খেলা শুরু হবে প্রতিদিন বিকাল তিন ঘটিকা থেকে, প্রতিটি টিমকে দেওয়া হবে ৪৫ মিনিট অর্থাৎ খেলা হবে ৯০ মিনিটের। দশ মিনিট থাকবে বিরতি।
খেলায় অংশগ্রহণকারী দলগুলো নির্ধারিত সময়ে নিজস্ব জার্সি ও বল নিয়ে মাঠে আসতে হবে। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে গণ্য করা হবে।
খেলা সুন্দরভাবে পরিচালনা করতে ভারতী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মহিম উদ্দিন লস্কর ক্রীড়া প্রেমীদের সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।
এছাড়াও ছিলেন পরিষদের সম্পাদক আয়াজ উদ্দিন লস্কর, পরিচালক কমিটির সদস্য সেবুল হোসেন লস্কর, মিনাজ উদ্দিন বড় ভূঁইয়া, আব্দুল লস্কর, আফজল হোসেন লস্কর, মিনু লস্কর, শাহেদ হোসেন লস্কর, আলতাব হোসেন লস্কর, আব্দুল্লাহ লস্কর, আলী হোসেন লস্কর সহ অন্যান্যরা।