মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচ্চাভিলাষী “হর ঘর নল হর ঘর জল” প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম সামনে এলো মার্গেরিটায়।
মার্গেরিটা ব্লক কংগ্রেস উপসভাপতি তৌফিক খান অভিযোগ করে বলেন, বালুখাটে পানীয় জল সরবরাহের জন্য প্রকল্প নির্মাণ করা হলেও আজ পর্যন্ত কোন পানীয় জল সরবরাহ করা হয়নি।
তিনি বলেন, ঠিকাদার এবং বিভাগীয় আধিকারিকদের অদূরদর্শিতা ও ব্যর্থতার কারনে সরকারী তহবিলের ৬২, ১৫,১১৭ টাকা জলে গেল।
এই প্রকল্প প্ৰধানমন্ত্ৰী খনিজ ক্ষেত্ৰ কল্যাণ যোজনার (পিএমকেওয়াই) অধীনে মার্গেরিটা পৌরসভার ৬নং ওয়ার্ডের বালুখাটে নির্মাণ করা হয়েছিল।
তিনি বলেন, জল জীবন মিশনের এই প্রকল্প ঠিকাদার ও প্রকৌশলীদের জন্য সোনার হাঁসের মতো হয়ে গেছে।
ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আসাম সরকারের কাছে এই প্রকল্পের নিরপেক্ষ তদন্তের দাবী জানিয়েছে।
উল্লেখ্য যে, এই প্রল্প থেকে মাত্র ১০০ মিটার দূরে রয়েছে পৌরসভার পুরোপতি আনন্দ শৰ্মার বাসভবন, কিন্ত দুৰ্ভাগ্যবশ এব্যাপারে কোনা ব্যবস্থা নেওয়া হয়নি।