আব্দুর রহমান : লোকসভা নির্বাচনে মুসলিম ভোট টানতে জনতার এনজিওর কার্যালয়ে উপস্থিত হলেন বিধায়ক কমলাক্ষ।
এই নির্বাচনে বিজেপি এবার চারশ পার করার স্বপ্ন দেখছে।
করিমগঞ্জ লোকসভায় সংখ্যালঘু ভোটার বেশি, তাই বিজেপির হয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত সংখ্যালঘু ভোট টানতে মাঠে নেমেছেন।
আজ তিনি দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজার লালপুলে জনতার আওয়াজ এনজিওর কার্যালয়ে গিয়ে মুসলিম জনগণের সঙ্গে দেখা করেন।
তাঁকে সংস্থার কর্মকর্তারা উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা দেন।
লোকসভা ভোটে কিভাবে সংখ্যালঘু জনগণকে পদ্মের পক্ষে আনা যায় এনিয়ে কথা বলেন এবং চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির ফের ক্ষমতা বসা সুধু সময়ের অপেক্ষা মাত্র বলেন তিনি।
কমলাক্ষ বলেন, এবার চার শতাধিক আসনে জয়লাভ করে পুনরায় সরকার গঠন করবে বিজেপি।
তাই পূনরায় করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় সাংসদ নির্বাচন করে দেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী মোদীজীকে উপহার দেওয়া হবে।
তিনি জনতার আওয়াজ এজিওর কর্মকর্তাদের এই লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
বিজেপির নীতি ও আদর্শ সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্র সরকার এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন।
তিনি সংস্থার সভাপতি মানই মিয়া, সম্পাদক পাখি মিয়া, সৈয়দ সেলিম আহমেদ ও জাইদুল আহমেদের ভুয়োসী প্রশংসা করেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএইচই রাজ্য সম্পাদক বাহন দাস, বিক্রমাদিত্য দাস, আহাদ উদ্দিন, নানু মিয়া, আব্দুল কুদ্দুস প্রমুখ।