ব্যুরো রিপোর্ট গণআওয়াজ : লোকসভা নির্বাচনের আগে ইস্তফা নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের।
আইন ও বিচার মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে, নির্বাচন কমিশনার অরুণ গোয়েল ৯মার্চ পদত্যাগ করেছেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্যকরী নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের পদত্যাগপত্র গ্রহণ করে রাষ্ট্রপতি খুশি হয়েছেন।
উল্লেখ্য যে, নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের মেয়াদ ছিল ২০২৭ ইংরেজির ডিসেম্বর পর্যন্ত।
কিন্তু কেন? দেশে লোকসভা নির্বাচনের আগে গোয়েল পদত্যাগ করলেন।
তিনি একজন অবসরপ্রাপ্ত আমলা, পাঞ্জাব ক্যাডারের 1985-ব্যাচের আইএএস অফিসার।
২০২২ সালের নভেম্বর মাসে তিনি নির্বাচন কমিশনে কাজে যোগদান করেছিলেন।
ফেব্রুয়ারিতে অনুপ পান্ডের অবসর এবং গোয়েলের পদত্যাগের পর তিন সদস্যের ইসি প্যানেলে এখন শুধুমাত্র প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার রয়েছেন।