বিশ্বজিত দাস, আমড়াঘাট : লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগমের মধ্য দিয়ে শনিবার সমাপ্ত হলো বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন তীর্থ মেলা।
এদিন সকালে ভুবন তীর্থ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী গাড়ি নিয়ে আমড়াঘাট হয়ে শিলচরের উদ্দেশ্যে রওয়ানা দিতে দেখা গিয়েছে।
কিন্তু আমড়াঘাট বাজারের সেতুর কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
তীর্থ যাত্রীদের সকাল থেকে আমরাঘাট বাজারে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
কয়েক বছর ধরে জনগণ আমড়াঘাট বাজারের এই সেতু নতুন করে নির্মাণের দাবি জানিয়ে আসছেন।
কিন্তু মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের ব্যর্থতায় সেতুটি নতুন করে নির্মাণ না হওয়ায় এই যানজট বলে দাবী করছেন আমড়া ঘাটের জনগণ।
উল্লেখ্য যে, সরকার যখন বার বার উন্নয়ন হয়েছে বলে দাবী করছে, সেই সময়েই রাজ্যের মন্ত্রী শিলচর লোকসভার বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ নিয়ে সরব হলেন তার বিধানসভা সমষ্টির জনগণ।
মহা শিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থ যাত্রীদের জন্যই এই যানজট নয়, সেতুটি ছোট থাকায় সব সময়ই আমড়াঘাট বাজারে মানুষকে যানজটের সমস্যায় পড়তে হয়।
বরাকভ্যালি পাটনী পরিষদ কৃষ্ণপুর চরণ মন্দিরে পুণ্যার্থীদের জন্য পানীয় জল এবং খিচুড়ির ব্যবস্থা করতে এসে যানজটের মুখে পড়েন।
পরিষদের সহ সভাপতি বিশ্বজিৎ দাস যানজটের কারনে ভুবন তীর্থের যাত্রীদের করুণ দশা দেখে গণআওয়াজ-এর ক্যামেরার সামনে মুখ খলেন। এদিকে বর্তমান বিজেপি সরকার উন্নয়ন হয়েছে দাবী করলেও আমড়াঘাট বাজারের সেতু কেন নির্মাণ হয়নি?