অয়াহিদুর রহমান, কলিয়াবর : কলিয়াবরে জল জীবন মিশন প্রকল্পের শুভারম্ভ করলেন স্বাস্থ্য মন্ত্ৰী কেশব মহন্ত।
কলিয়াবর জনস্বাস্থ্য কারিগরী বিভাগের অন্তৰ্গত গাখীর খাইটি এবং লখনাবন্ধায় নতুন করে নির্মিত দুটি পানী জল প্রকল্পের আনুষ্ঠানিক শুভারম্ভ করেন মন্ত্ৰী।
এই দুটি অঞ্চলের জনসাধারণ বিশুদ্ধ পানীয় জলের অভাবে আয়রনযুক্ত জল পান করে আসছিলেন।
অবশেষে এই প্রকল্পের শুভারম্ভ হওয়ায় এলাকার মানুষের বিশুদ্ধ পানীয় জলের সমস্যার সমাধান হল।
ঘরে ঘরে নলের মাধ্যমে দৈনিক ৫৫ লিটার বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করবে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ।
এদিন উদ্বোধনের পর নলের মাধ্যমে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পেয়ে উৎফুল্লিত হয়ে উঠেন স্থানীয় জনসাধারণ।
উল্লেখ্য, ২০১৯ সালে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন জল জীবন মিশন প্রকল্পে ২০২৪ সালের মধ্যে গ্ৰামাঞ্চলের প্ৰতিটি ঘরে নল সংযোগে বিশুদ্ধ পানীয় জল দেওয়া হবে।
যেমন ঘোষণা, তেমনি অক্ষরে অক্ষরে পালন করে দেখালেন।
হর ঘর জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্ৰামে-গঞ্জের জনজীবনে বৃহৎ পরিবর্তন আনতে সক্ষম হয়েছে সরকার। জল জীবন মিশন প্রকল্পের অধিনে গাখীর খাইটি, লখনাবন্ধা সহ বড়ভোগীয়া, কাকাবইমারি এবং চতিয়ালে স্বাস্থ্যমন্ত্ৰী কেশব মহন্ত শুভারম্ভ করলেন বিশুদ্ধ পানী জল প্রকল্প।