প্রশ্ন উঠছে চুপ কেন সিবিআই-ইডি?
অনিমেষ চক্রবর্তী, গণ আওয়াজ বড়খলা, ১৯ এপ্রিল : সরকার যখন কয়লা, সার, সুপারি, চুনাপাথর ইত্যাদি সিন্ডিকেট দমনের কথা বলছে সে সময় কাছাড় জেলার বড়খলার বালাছড়া মহাসড়কে কয়লা পাচারের সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে।
রাস্তায় পুলিশ থাকলেও কোন ধরপাকড় নেই, অবাধে চলছে কয়লার রমরমা ব্যবসা।
এতে প্রশাসনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।
পুলিশের এত নাকা চেকিং থাকা সত্ত্বেও কিভাবে প্রতিদিন ওভার লোড কয়লা বুঝাই লরি গুলো যাতায়াত করে মহাসড়ক দিয়ে?
এক-দু দিন তা নয়, বরং প্রায় প্রতিদিনই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে ওভার লোড কয়লা বুঝাই লরি।
আবার রাতের আধারে আচমকা গায়েব হয়ে যায় লরি গুলো।
ওভার লোড কয়লা বুঝাই লরি গুলোর ব্যাপারে বড়খলার ওসির কাছেও কোন তথ্য নেই।
তাহলে কার আশির্বাদে প্রতিদিন ওভার লোড কয়লা বুঝাই লরি গুলো সরবরাহ করা হচ্ছে?
এতে প্রশাসনের ভূমিকা নিয়ে সুশীল সমাজে নানা প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে সিবিআই এবং ইডি-র ভুমিকা নিয়েও।
সারা দেশে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে ধরপাকড় চললেও বরাক উপত্যকাকে করিডর করে কয়লা, সার, সুপারি, ইত্যাদির সিণ্ডিকেট চললেও এব্যাপারে চুপ কেন?