অমৃত পাল, কাঞ্চনপুর : পানীয় জলের দাবিতে কাঞ্চনপুর মনুমনপুই এলাকায় জাতীয় সড়ক অবরোধ করলেন কাঞ্চনছড়া এডিসি ভিলেজের লগতুংপাড়া গ্রামের জনগণ।
এই গ্রামে আজ পর্যন্ত বিশুদ্ধ পানীয় কোন সুব্যবস্থা নেই, তাই গ্রামবাসীরা বাধ্য হয়ে ছড়া ও রিং কলের জল পান করে আসছেন।
কিন্তু বর্তমানে খরা মরসুমের কারণে ছড়া ও রিং কলের জলও শুকিয়ে গিয়েছে, এছাড়া জাতীয় সড়কে নির্মাণ কাজ চলায় রিং কলের জলও নোংরা হয়ে পড়েছে!
এনিয়ে গ্রামবাসী ডি ডব্লিউ এস দপ্তরকে জানালে গাড়ি দিয়ে সপ্তাহে মাত্র দুদিন জল দেওয়া হচ্ছে, যা পর্যাপ্ত নয়।
বিষয়টি বারবার দপ্তরকে জানানো হলেও কোন হেলদোল না দেখে আজ গ্রামবাসী বাধ্য হয়ে মনুমনপুই এলাকায় জাতীয় সড়ক অবরোধ।
যার ফলে সড়কের দু’পাশে যানবাহনের লম্বা লাইন লেগে যায়। অবশেষে দীর্ঘ চার ঘণ্টা পর জাতীয় সড়ক নির্মাণ সংস্থা লিখিত আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন গ্রামবাসী।