আগরতলা, ২৪ ডিসেম্বর : অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
দলের নেতৃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের ১০টি সাংগঠনিক জেলার সভাপতি, ৩৩টি ব্লকের সভাপতি, নির্বাচন কমিটি, প্রচার পরিচালনা কমিটি, ইশতেহার কমিটি এবং দলের রাজ্য ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন।
শুক্রবার এক প্রেস বার্তায় এআইটিসি জানিয়েছে, জেলা সভাপতিরা হলেন- উত্তর ত্রিপুরায় বিমল নাথ, উনাকোটি অঞ্জন চক্রবর্তী, ধলাইয়ে সুমন দে, পশ্চিম ত্রিপুরায় রাজেশ দেব, বিশালগড় হারাধন দেবনাথ, সিপাহিজলায় হাবিল মিয়া, গোমতী (অমরপুর) চঞ্চল দে, দক্ষিণ ত্রিপুরার (বিলোনিয়া) প্রশান্ত সেন, দক্ষিণ ত্রিপুরার (পিলাক) নরেন্দ্র রিয়াং এবং খোয়াইয়ের অশোক দাশগুপ্ত।
সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের নেতৃত্বে গঠিত ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কমিটিতে আশিস লাল সিং ভাইস-চেয়ারম্যান, সাংসদ সুস্মিতা দেব সদস্য, রাজ্যের ইনচার্জ রাজীব ব্যানার্জি পদাধিকারবলে সদস্য এবং আরও দশ জন পদাধিকারী সদস্য রয়েছেন।
ক্যাম্পেইন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিবা প্রসাদ চৌধুরী এবং ইস্তেহার কমিটির চেয়ারম্যান হয়েছেন কৃষ্ণধন নাথ।
পূর্ণাঙ্গ রাজ্য কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, রাজ্য ইনচার্জ রাজীব ব্যানার্জী, সাতজন সহ-সভাপতি, পাঁচজন সাধারণ সম্পাদক, আটজন সম্পাদক, নয়জন যুগ্ম সম্পাদক এবং ৩৪ জন নির্বাহী সদস্য।
তৃণমূলের রাজ্য যুব ফ্রন্টের নেতৃত্বে রয়েছেন সান্তনু সাহা, তিন সহ-সভাপতি ও মহিলা ফ্রন্টের রাজ্য সভাপতি হিসাবে পান্না দেব, এসসি কমিটির নেতৃত্বে রয়েছেন সঞ্জয় কুমার দাস এবং দুলাল সরকার।
এসটি কমিটির সভাপতি হয়েছে শরৎলাল জামাতিয়া এবং সহ-সভাপতি মিল্টন চাকমা। ওবিসি কমিটির সভাপতি হলেন সমরেন্দ্র ঘোষ, সংখ্যালঘু কমিটির সভাপতি হয়েছে জহির উদ্দিন এবং সহ-সভাপতি হাসান চৌধুরী। তৃণমূল সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি হিসাবে ডাঃ নীলকান্ত সাহা, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসাবে শিবম সাহা, রাজ্য আইনি সেলের সভাপতি হিসাবে মৃণাল কান্তি বিশ্বাস এবং রাজ্য মিডিয়া সেলের রাজ্য ইনচার্জ হিসাবে স্বপ্নদীপ চক্রবর্তী রয়েছেন।