কামপুর প্রতিনিধি : লোকসভা নিৰ্বাচন সমাগত, সারা দেশের সঙ্গে আসামেও প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে জোর তৎপরতা পরিলক্ষিত হচ্ছে।
নগাঁও লোকসভাও এই তৎপরতা থেকে পিছিয়ে নেই।
সমষ্টির বিভিন্ন অঞ্চলে কংগ্ৰেছ, বিজেপি এবং এআইইউডিএফ দল নিজের নিজের প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এক কথায় কোন দলই বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়তে রাজী নয়।
এআইইউডিএফ দলও নগাঁও লোকসভা সমষ্টি নিজের দখলে নিতে পূৰ্ণ প্ৰচেষ্টা অব্যাহত রেখেছে।
কখনও প্রকাশ্য স্থানে, আবার কখনও জনবহুল স্থানে, বজার-হাট, মছজিদেও সভা সমিতিতে এআইইউডিএফ প্রার্থী আমিনুল ইছলাম চালিয়ে যাচ্ছেন প্রচার।
বুধবার নগাঁও লোকসভা সমষ্টির কচুয়া এলাকার বিভিন্ন স্থানে জনগণের সাথে মত বিনিময় এবং ইফতারেও অংশ নিয়েছেন।
আমিনুল ইছলামের সঙ্গে রহা সমষ্টির এআইইউডিএফ কমিটির সভাপতি জহুর আলী এবং সম্পাদক চম্পক কলিতা সহ দলীয় কৰ্মীরা ছিলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, নগাঁও লোকসভা সমষ্টির কংগ্ৰেসের ৮০ শতাংশ ভোট তিনি পাবেন। এছাড়া সাধারণ মানুষেরও যথেষ্ট সাড়া পাচ্ছেন বলে মন্তব্য করেন এআইইউডিএফ প্রার্থী আমিনুল।