শিলচর,২৫ নভেম্বর : প্রতি বছরের মতো এবারও পৌপেই চাপরিয়াক রিসার্চ অ্যাণ্ড ডেভেলপমেন্ট কাউন্সিল রংমাই নাগা সম্প্রদায়ের বিশেষ উৎসব গানহাই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে।
এদিন শিলচরের কল্যান আশ্রমে আয়োজিত অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে রংমাই নাগা সম্প্রদায়ের নাগরিকরা উৎসাহের সহিত অংশ গ্রহণ করেন।
এদিন আশ্রম প্রাঙ্গণ থেকে পরম্পরাগত পোষাক পরিধান করে এক বিশাল শোভাযাত্রা বের করেন আয়োজকরা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে পুনরায় কল্যান আশ্রমে এসে সমাপ্তি হয়।
এরপর আয়োজিত সভায় আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা জানানো হয়। সভার শুরুতে সিং বাজিয়ে উৎসবের সূচনা করেন আয়োজক সংস্থার কর্মকর্তারা।
এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে সংস্থার কর্মকর্তা বাদল কামাই সহ অন্যান্যরা জানান যে, রংমাই নাগাদের পরম্পরাগত চন্দ্র পঞ্জিকার মতে ২৪ নভেম্বর চন্দ্রমার আবির্ভাব দিন।
নতুন মাসের নবম চাঁদ আগামীতে দেখা যাবে। চাঁদ দেখার প্রথম দিনটি গানহাই উৎসব হিসেবে পালন করেন রংমাই নাগা সম্প্রদায়ের নাগরিকরা।
বৃহস্পতিবার চাঁদ দেখার প্রথম দিনটিতে শিং বাজিয়ে গানহাই উৎসবকে স্বাগত করেছেন তাঁরা। ফসল কাটার পর এই উৎসবটি উদযাপন করা হয় বলেও এদিন জানান তাঁরা।
গানহাই উৎসবের মাধ্যমে আগামীতে ফসল ভালো হওয়ার পাশাপাশি সকলের মঙ্গল কামনা করেন রংমাই নাগা সম্প্রদায়ের নাগরিকরা। গানহাই উৎসবকে ঘিরে এদিন বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে রংমাই নাগা সম্প্রদায়ের নাগরিকরা উৎসাহের সঙ্গে অংশ গ্রহণ করে তাদের পরম্পরাগত নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।