দুর্নীতি ইস্যুই হতে পারে শিলচর লোকসভায় বিজেপি প্রার্থীর হারের কারণ?   

Spread the love

নিউজ ডেক্স, গণআওয়াজ : প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি লোকসভা নির্বাচনে শিলচর বিজেপি প্রার্থী পরিমলের হারের কারন হয়ে দাড়াতে পারে।

কারন পরিমল বিরোধী দলের বিধায়ক থাকার সময় গ্রামোন্নয় দুর্নীতি নিয়ে সরব হতে দেখা গেলেও দীর্ঘ ৮ বছরের মন্ত্রিত্ব কালীন সময়ে অনেক দুর্নীতি সংঘটিত হলেও টু শব্দও করেন নি।

এরমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের দুর্নীতি বিজেপি প্রার্থী পরিমলকে ঘায়েল করার বিরোধীদের ইস্যু হতে পারে।

প্রাধানমন্ত্রী ঘোষণা করেছিলেন গাঁয়ে-শহরে কোন ঘর কাচা থাকবে না, সব পাকা করে দেওয়া হবে।

কেন্দ্রীয় সরকার এই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে কাড়ি কাড়ি অর্থ বরাদ্ধ করছে, কিন্তু স্থানীয় নেতৃত্বের বধউদ্দেশ্যের কারনে প্রকৃত হিতাধিকারীদের এই যোজনার সুফল থেকে বঞ্চিত।

বিভিন্ন সময় অভিযোগ প্রকাশ্যে আসার পরও স্থানীয় প্রশাসন এমনকি বিজেপি নেতৃত্ব শোনেও না শোনা, দেখেও না দেখার বাহানায় এড়িয়ে গেছেন।

অনেক সময় দেখা গেছে প্রধানমন্ত্রী আবাসের ঘরের তালিকায় প্রকৃত হিতাধিকারিকে বঞ্চিত করে অনেক ধনী লোকেদের নাম জোড়ে দেওয়া হয়েছে, তারাই পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাসের ঘর।  

এবার এরকমই আরও একটি জ্বলন্ত উদাহরণ প্রকাশ্যে এসেছে কাটিগড়া বিধানসভা সমষ্টির কালাইন গাওঁ পঞ্চায়েতের ব্রাহ্মণগ্রাম থেকে।

একাধিকবার আবেদন করার পরও এই গ্রামের ৬৫ বছর বয়সী হতদরিদ্র দিনমজুর পবিত্র দাসের ভাগ্যে আজ পর্যন্ত জোটেনে প্রধানমন্ত্রী আবাস যোজনার কোন ঘর।

পবিত্র দাসের স্ত্রী অঞ্জনা দাস অভিযোগ করে বলেন, দাবিমত উৎকোচ দিতে না পারায় বারবার আবেদন করেও তাদের ভাগ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি ঘর জোটেনি।

নিরুপায় হয়ে দুঃখ-কষ্টের মধ্যে তারা ভাঙ্গা ঘরে দিন যাপন করছেন।

বৃষ্টির সময় ঘরের ভিতরেই হাঁটু জল হয়ে যায়। এরমধ্যে ঘরের অর্ধেক অংশের চাল প্রায় নেই বললেই চলে।

তাদের অভিযোগ, ভোটের আগে অনেক সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভোটে জেতার পর তাদের টিকির নাগালও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন অঞ্জনা দাস।

এছাড়া পরিমল শুক্লবৈদ্য দুই বারের মন্ত্রী থাকার সময়ে জেলার কোথাও গিয়ে কোন সভা বা মানুষের শোক-দুঃখে পাশে দাঁড়ানোর কোন উদাহরণ নেই।

যা করেছেন সব নিজের পরিবারের এবং সাঙ্গপাঙ্গদের জন্য, সাধারণ মানুষের জন্য তিনি কিছুই করেন নি।

এমনকি নিজের গাড়ী চালক নিখোঁজ হলেও আজ পর্যন্ত তার কোন সন্ধান বের করতে পারেননি। এটাও তার হারের আরও একটি কারন হয়ে দাড়াতে পারে।  

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token