জুলি দাস, করিমগঞ্জ : করিমগঞ্জ রঙালি কেন্দ্রীয় বিহু সম্মিলনের উদ্যোগে গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজন করা হল ‘বহাগী উৎসব’।
পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়, মঞ্চ উদ্বোধন করেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব।
সকাল ১১ টা থেকে শুরু হয় বিহু কুওরি প্রতিযোগিতা, স্থানীয়রা ছাড়াও বাইরের যুবতীরা প্রতিযোগিতায় অংশ নেন।
অনুষ্ঠানে এছাড়াও অংশ নেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, তিনি বলেন, বিহু মুষ্টিমেয় কিংবা একটা সম্প্রদায়ের উদযাপন করা, এমন নয়।
এতে প্রত্যেক জাতিগোষ্ঠি অংশ নেয়। অর্থাৎ বিহু উৎসব যখন হয় তখন সবার অংশগ্রহণ থাকে, বাঙালিরাও আসেন।
এদিন করিমগঞ্জ নামঘরের মহিলা দলের উদ্যোগে জেং বিহু পরিবেশন করা হয়। ঘিলাইজান বিহু দল হুচরি প্রদর্শন করে, এরপর বিহু কুওরি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্টরা।