হাইলাকান্দি প্রতিনিধি : আসাম মালা রাস্তার পাশের পুরানো পূর্তদপ্তরের রাস্তার পাথর নিয়ে উত্তাল পরিস্থিতি হাইলাকান্দির বাসডহর দ্বিতীয় খন্ডে।
গত বুধবার বাসডহর দ্বিতীয় খন্ডের ধুমকর জামে মসজিদের সামনে একটি অপরিচিত গাড়ি পুরানো রাস্তার পাথর ওঠাতে দেখে স্থানীয় জনগণ আপত্তি জানালে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
পাথর উঠিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে জেসেবির চালক সহ জেসিবির সাথে থাকা লোকজন স্থানীয়দের সাথে উত্তপ্ত পরিস্থিতি শুরু করে।
এক পর্যায়ে ঘটনাটি বৃহৎ আকার ধারণ করে। সেই সময় মাটিজুরি এলাকা থেকে কিছু যুবক এসে জেসিবি চালকের পক্ষ নেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
পরে স্থানীয় মুরুব্বিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ধুমকর এলাকার মানুষ অভিযোগ করেন, মাটিজুরিতে ব্যক্তিগত কাজে গেলে তাদের ওপর আক্রমণ করা হয়।
অন্যদিকে অপরিচিত ফোন থেকে হুমকিও দেওয়া হয়। তবে এরকম পেছনে কার হাত রয়েছে জানা যায়নি।
স্থানিয়দের প্রশ্ন কার ঈশারায় রাস্তার পাথর খোদাই চলছে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই পাথরগুলো?
কারো কি ব্যক্তিগত কাজের জন্য এই পাথরগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে? এরকম নানান প্রশ্ন দেখা দিয়েছে।