হাইলাকান্দি প্রতিনিধি : বিগত নির্বাচনে ভোটের হার কম হওয়া এলাকায় আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বৃদ্ধির জন্য ভোটার সচেতনতা অভিযান শুরু করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন।
ভোটের তারিখ ঘোষণার পর জনগনের মধ্যে ভোটদানের আগ্রহ বৃদ্ধি করতে হাইলাকান্দি জেলা নির্বাচনী প্রচার বিভাগ তৎপরতা শুরু করেছে।
আগামী ২৬ এপ্রিলে করিমগঞ্জ লোকসভা সমষ্টির অন্তর্গত হাইলাকান্দি জেলাতে ও দ্বীতিয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনপর্বকে দেশের গর্ব হিসেবে আখ্যায়িত করেছে ভারতীয় নির্বাচন কমিশন। এনিয়ে জন সচেতনতা বৃদ্ধি করতে হাইলাকান্দি জেলায় তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকারি প্রচার বিভাগ।
বুধবার হাইলাকান্দি জেলার হাইলাকান্দি উন্নয়ন খণ্ড এলাকার চা বাগানের রাতাকান্দী এলাকায় বসবাসকারী জনগণের সাথে সরাসরি কথা বলতে প্রচার বিভাগ মাঠে নামে।
এসভিইইপি সেলের অতিরিক্ত আয়ুক্ত পূজা দাওলাগপুর নেতৃত্বে এক প্রতিনিধি দল সিরিসপুর এলাকায় উপস্থিত হয়ে ভোটারদের সাথে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আগামী ২৬ এপ্রিল নিজেদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সবার প্রতি অনুরোধ জানান এই প্রতিনিধি দল।
বিশেষ করে নতুন ভোটার, মহিলা ভোটার ও প্রবীণদের ভোটদানের আহ্বান জানান পূজা দাওয়ালগপু সহ প্রচার বিভাগের কর্মকর্তারা। জেলা নির্বাচনী প্রচার বিভাগের অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন শংকর চৌধুরী, সৌমকান্তি ভট্টাচার্য, কয়েস আহমেদ বড়ভূইয়া, হৃদম ঘোষ, রাহুল পাল, নরুল হক প্রমুখ।