অনিমেষ চক্রবর্তী, বরখলা : মঙ্গলবার বড়খলা বিধানসভার জারইলতলা সরস্বতী বিদ্যা নিকেতনে উৎসব মুখর পরিবেশে উদযাপন হলো দোল উৎসব।
স্কুলের প্রধান আচার্য বিজন দেব বসন্তউৎসব ও দোলযাত্রা উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করে ছাত্রছাত্রী, অভিবাভক সহ প্রত্যেকের মঙ্গল কামনা করেন।
বিদ্যা নিকেতনের সম্পাদক রঞ্জন রশ্মী গোস্বামীও দোল উৎসব নিয়ে বক্তব্য রাখেন।
তিনি বলেন, বসন্তউৎসবকে দোল উৎসব, আবার কেউ কেউ রঙের উৎসবও বলেন।

গোস্বাসী বলেন বিদ্যাভারতী ও দক্ষিণ আসাম প্রান্তের প্রতিটি সরস্বতী বিদ্যা নিকেতনে প্রতি বছর এই বসন্ত উৎসব পালন হয়ে আসছে।
উৎসব পালনে সকলই মেতে উঠেন, তাই তিনি এই মহৎ দিনে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এছাড়াও বক্তব্য রাখেন মনীন্দ্র নাথ, দেবাশীষ নাথ।
এদিন বিদ্যা নিকেতনে ছাত্রী রীনা দেব, কাব্যশ্রী শিকিদার, দ্বীপশিখা, রুপালী, টিনা দেবনাথ, শুভপ্রীয়া প্রত্যেকেই সংগীত, নৃত্য এবং ধামাইল পরিবেশন করেন। পরে ছাত্রছাত্রী আচার্যরা সবাই একে অন্যকে রঙ্গে রংঙ্গীন করে দোল উৎসবে মেত উঠেন।