হাইলাকান্দি, ৮ অক্টোবর : আগামীকাল ৯ অক্টোবর বিশ্বনবীর জন্মদিনে হাইলাকান্দিতে জুলুসে মোহাম্মদী শান্তির মহামিছিল বাতিল করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে মিছিলের অনুমতি বাতিল করে দেওয়ার কারণে হাইলাকান্দিতে আগামীকাল আর পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুলুসে মোহাম্মদী শান্তিমিছিল বের হবে না।
শনিবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে জুলুসে মোহাম্মদী শান্তিমিছিল বাতিল করার কথা ঘোষণা করেন উত্তর পূর্বাঞ্চল আহলেসুন্নত ওয়াল জমাতের মূখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর।
উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর রোজ রবিবার বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হাইলাকান্দিতে শান্তি মিছিলের অনুমতি দিয়েছিল জেলা প্রশাসন।
কিন্তু জেলায় ১৪৪ ধারা বলবৎ থাকার কারণে জেলা প্রশাসন বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আজ এই অনুমতি বাতিল করেছে।
এদিকে এবিষয়ে আজ হাইলাকান্দিতে প্রশাসনের সঙ্গে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির কর্মকর্তাদের এক বৈঠকও হয়েছে বলে জানা গেছে।