লক্ষ্মীপুর প্রতিনিধি : বুধবার জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিধায়ক উন্নয়ন তহবিলের মঞ্জুরীকৃত পাঁচ লক্ষ টাকায় সীমানা দেওয়ালের শিলান্যাস করেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই।
বিদ্যালয় পরিচালনা ও নির্মাণ কমিটির সভাপতি বিশ্বজিৎ দেবরায়ের সভাপতিত্বে আয়োজিত এক সভায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক।
সম্মানিত অতিথি হিসাবে ছিলেন বিন্নাকান্দি ঘাট জিপি সভাপতি হেলেনবাবু সিংহ, সমাজসেবী বিদ্যাবতী সিংহ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দূর্গা কান্ত পান্ডে, লাতু মডেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজ্যোতি দেব সহ অন্যরা।
অতিথিদের বরণের পর উদ্বোধনী সঙ্গীত হিসাবে ছাত্রছাত্রীরা বিদ্যালয় সঙ্গীত পরিবেশন করে।
প্রারম্ভিক বক্তব্যে বিদ্যালয়ের অধ্যক্ষ শিল্পজিৎ পাল অতিথিদেরকে স্বাগত জানিয়ে স্কুলের উন্নয়নে বিধায়কের প্রচেষ্টার কথা তুলে ধরে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বিদ্যালয়ের বর্তমান পরিকাঠামো গত বিদ্যালয়ের অসুবিধার কথা তুলে ধরে বলেন, ক-মান থেকে পঞ্চম শ্রেণী ও নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রদের সংখ্যা হিসাবে শ্রেণীকক্ষের অভাব রয়েছে।
তিনি বিদ্যালয়ের সীমানা দেওয়ালের বাকি অংশ সম্পূর্ণ করা, শিক্ষকের শূন্য পদ পূরণ না হওয়া, উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও শিক্ষকদের পদ আপগ্রেড করার বিষয়টি বিধায়কের নজরে আনেন।
বিধায়ক স্কুলের বিভিন্ন অসুবিধা দূরীকরণে পর্যায়ক্রমে করবেন বলে প্রতিশ্রুতি দেন। স্কুলের প্রয়োজনীয় শ্রেণীকক্ষ তৈরী করে দুইটি চত্বরে থাকা স্কুলকে এক চত্বরে নিয়ে আসার চেষ্টায় আছেন বলে সভায় জানান।