মোস্তফা আহমেদ মজুমদার : পবিত্র রমজান মাস হচ্ছে ধৈর্য্য, সংযম, সহনশীলতা ও তিতিক্ষার মাস। এই মাসে দান খয়রাত ও এবাদত-এর মর্যাদা অন্যান্য মাসের তুলনায় বহুগুণ বেশি।
তাই এই মাসে সমাজের হতদরিদ্র, অসহায়-গরীব দুঃস্থদের বেশি করে সহায়তার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা ইসলামিক চিন্তাবিদ আল্লামা সারিমুল হক লস্কর।
মঙ্গলবার হাইলাকান্দির নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে পবিত্র রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
এদিকে রমজান মাসের মধ্যে জাকাত ও ফিতরা আদায়ের জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
গরিব-দুঃস্থদের মাঝে রোজাদারদের পক্ষ থেকে বিশেষ দানকে ফিতরা বলে। ইসলামে ফিতরা আদায় করা গুরুত্বপূর্ণ একটি আর্থিক ইবাদত এবং এটি জাকাতেরই একটি শ্রেণি।
তাই ঈদুল ফিতরের নামাজের পূর্বে এই ফিতরা আদায়ের জন্য সবাইকে আহ্বান জানান সারিমুল হক লস্কর।
এ বছর ১৬৩৩ গ্ৰাম আটার বাজার মূল্য হিসাব করে একটি ফিতরার পরিমাণ ৬৬ টাকার মতো হয়, তাই খুচরা টাকার অভাবে সবাইকে ৭০ টাকা করে প্রতিটি ফিতরা আদায় করতে বলেন।
এছাড়া, আগামী ১৭ রমজান হাইলাকান্দির কাটলিছড়া বাসটেন্ডর জামে মসজিদ প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে আয়েশা সিদ্দিকা (রা:) এর ওফাত দিবস দিবস উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এই ইফতার মাহফিল ও সেহরীতে সবাইকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানান সারিমুল হক লস্কর।