রিপন দাস : শিলচর কনকপুর ফেরি ঘাটে শনিবার শেষ রাতে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি বসত ঘর সহ ফার্নিচারের দোকান ভস্মিভুত হয়।
স্থানীয় জনসাধারণ এবং অগ্নিনির্বাপক বাহিনীর প্রচেষ্টায় আগুন নেভানো গেলেও ক্ষয় ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা হবে জানিয়েছেন এলাকার মানুষ।
কিন্তু অগ্নি কাণ্ডে ক্ষতিগ্রস্থদের অভিযোগ, এই দুর্দিনে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ শিলচর এবং সোনাইর বিধায়ক কেউই কোন খবর নেননি।
আগুন লাগার কারন হিসাবে তারা জানিয়েছে সর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সুত্রপাত।
এনআরসি সহ সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র এবং নগদ টাকাও আগুনে জ্বলে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, সীতাব উদ্দিন লস্কর, আব্দুল মান্নান, পারুল হুসেইন লস্কর, সালে রাজ বড়ভুইয়া, আলতাফ হোসেন বড়ভুইয়া এবং রফিক উদ্দিন রাজ বড়ভুইয়া।