গণআওয়াজ, কলিয়াবর : অস্থিত্ব রক্ষার লড়াইয়ে আসাম গণ পরিষদ (এজিপি) এবার নতুন কৌশল গ্রহণ করেছে।
সংখ্যালঘুদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তারা ভোটারদের সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে।
দলের সংখ্যালঘু শাখা ২৬ মার্চ থেকে শুরু করেছে সংখ্যালঘু সম্পর্ক এবং ভোটার সচেতনা কাৰ্যসূচী।

তাদের এই অভিযান চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। কাৰ্যসূচীর অংশস্বরূপ কলিয়াব বরগুলিতে অনুষ্ঠিত প্ৰথম ভোটার সচেতনতা সভা।
নগাওঁ জেলা সংখ্যালঘু পরিষদ এবং কলিয়াবর বিধানসভা সমষ্টির সহযোগে অনুষ্ঠিত হয় এই সচেতনতা সভা।
সভায় কেন্দ্ৰীয় কমিটির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নগাওঁ লোকসভা সমষ্টিতে অগপ দলের নিজস্ব প্রার্থী না থাকলেও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে নিজের স্থিতি মজবুত করতে কৌশল হিসাবে নিয়েছে।