গণআওয়াজ ওদালগুড়ি : বিশ্বজিৎ দৈমারি রাজনৈতিক দলের সভায় অংশগ্ৰহণ এবং রাজনৈতিক মন্তব্য করে বিধানসভার অধ্যক্ষ পদমৰ্যাদা ক্ষুণ্ণ করেছেন।
এই অভিযোগ বিপিএফ দলের বিধায়ক তথা ওদালগুড়ি লোকসভার প্ৰাৰ্থী দুৰ্গাদাস বড়োর। এব্যাপারে তিনি অধ্যক্ষর স্পষ্টীকরণও দাবী করেছেন।
অন্যথা বুজব যে তিনি নিরপেক্ষ নয়, এই মন্তব্যও করেন বিপিএফ বিধায়ক দরং-ওদালগুড়ি লোকসভা প্ৰাৰ্থী দুৰ্গাদাস বড়ো।
বুধবার ওদালগুড়িতে বিপিএফ দলেড় নিৰ্বাচনি কৰ্ণধাড় সমিতিড় এক সভায় উপস্থিত হয়ে বড়ো এই মন্তব্য করেন।
তিনি বলেন, আমি ইতিমধ্যে দরং-ওদালগুড়ি লোকসভা সমষ্টির অন্তৰ্গত ১১ টা বিধানসভা সমষ্টি এলাকা ভ্ৰমণ করেছি।
এরমধ্যে বিটিসির ছয়টি সমষ্টি সম্পূৰ্ণ সুরক্ষিত দাবী করে বলেন, অন্য সমষ্টিগুলোতেও ভাল ফলাফল করে দেখাব।
কিন্তু ওদালগুড়ি জেলায় একটি নিৰ্বাচনী ভিভিপেট হারিয়ে যাওয়ার বিষয়ে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ করে বলেন, এব্যারে আমি ইতিমধ্যেই সংশ্লিষ্ট আধিকারকদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছি।
তিনি বলেন, ভিভিপেট যেহেতু নির্বাচনের একটা গুরুত্বপূৰ্ণ অংশ এরপরও কেন গুরুত্বহীন করা হচ্ছে তা মেনে নেওয়া যায় না।
বড়ো আশা প্রকাশ করে বলেন, এবিষয়ে রাজ্যের নিৰ্বাচন আয়োগ অবশ্যই স্পষ্টীকরণ দেবে, অন্যথায় ধরে নেব ইভিএম জগাখিচুড়ি করার এটা প্রথম পদক্ষেপ।
ওদালগুড়ি জেলা বিপিএফ সভাপতি রিহণ দৈমারি বলেন, এবার আমরা ভালো ফলাফল করব।
তিনি বলেন কংগ্ৰেস দলের পক্ষ থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করে বিপিএফকে সমৰ্থন করার কথা জানিয়েছেন।
গত পাঁচ বছর বিজেপির সাংসদ তাঁর সমষ্টিতে কোনো কাম কাজ না করায় মানুষ বিজেপির উপর ক্ষুব্ধ বলেও তিনি উল্লেখ করেন।
বিপিএফ জেলা থেকে ভিভিপেট হারিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্ৰীয় এবং রাজ্যিক নিৰ্বাচন আয়োগকে অভিযোগ করেছে বলেও মন্তব্য করেন।