ব্যুরো রিপোর্ট, হাইলাকান্দি : বিদ্যুৎ মাশুল বৃদ্ধির নতুন সার্কুলার দাহ করে প্রতিবাদ জানালো হাইলাকান্দি কংগ্রেস।
শুধু তাই নয়, ক্ষমতায় আসলে বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার শপথ নিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের কর্মকর্তারা।
প্রদেশ কংগ্রেসের নির্দেশে আজ হাইলাকান্দি জেলা কংগ্রেস অতিরিক্ত বিদ্যুৎ মাশুল বৃদ্ধির এপিডিসিএল-এর নতুন সার্কুলার দাহ করা হয়।
দুপুর সাড়ে বারোটা নাগাদ হাইলাকান্দি কংগ্রেস ভবন থেকে সমবায়িকা পর্যন্ত প্রতিবাদী মিছিল করে রাজপথে এপিডিসিএল-এর নতুন সার্কুলারের প্রতিলিপি দাহ করেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের কর্মকর্তারা।
অসম সরকার হায় হায়, এপিডিসিএল হায় হায়, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে জনগণের সঙ্গে প্রতারণা বন্ধ করুন ইত্যাদি নানা স্লোগান উত্তাল প্রতিবাদ জানান কংগ্রেস কর্মকর্তারা।
এপিডিসিএল এর সার্কুলারের কপি দাহ করা নিয়ে পুলিশ এবং কংগ্রেসীদের মধ্যে টানা হেঁচড়া ও দস্তাদস্তি করতে দেখা যায়।
পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিনের প্রতিবাদী কর্মসূচির পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া তুলে ধরেন জেলা কংগ্রেস সভাপতি সামছ উদ্দিন বড়লস্কর।