মোস্তফা আহমদ মজুমদার, হাইলাকান্দি : প্রচণ্ড শিলাবৃষ্টি ও বিধ্বংসী ঝড়ে লণ্ডভণ্ড হাইলাকান্দি জেলার একাধিক গ্ৰাম, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা।
রবিবার গভীর রাতে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে হাইলাকান্দিতেও প্রচণ্ড শিলাবৃষ্টি ও বিধ্বংসী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিশেষ করে হাইলাকান্দি, আলগাপুর, লালা ও কাটলিছড়া রাজস্ব চক্রের একাধিক গ্ৰাম বিধ্বস্ত হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি হবে।
ভারী শিলাবর্ষণে বেশীরভাগ ঘরের ছাউনী চূর্ণবিচূর্ণ হয়েছে, অনেকের বাসগৃহ ভেঙ্গে পড়েছে। ছাতা মাথায় দিয়ে কেউ কেউ কোনমতে রাতযাপন করেছেন।
ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতৃবৃন্দ।
সোমবার পূর্ব হাইলাকান্দির রতনপুর, নিতাইনগর, পূর্বসোনাপুর, ভজন্তিপুর, বাহাদুরপুর, মাটিজুরী ইত্যাদি গ্ৰামে উপস্থিত হয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি বিজেপি সংখ্যালঘু মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক খায়রুল আলম সহ জেলা প্রভারী গৌতম গুপ্ত।