করিমগঞ্জ সরকারি হাসপাতালে প্রথমবারের মতো ইউরিনারি ব্লাডার অপারেশন

Spread the love

জুলি দাস

করিমগঞ্জ, ৭ নভেম্বর : করিমগঞ্জ সরকারি হাসপাতালে ইউরিনারি ব্লাডার (চিকিৎসা শাস্ত্রের ভাষায় ওপেন সুপ্রাপাবলিক সিস্টলিথটমি) অপারেশন হয়েছে।

রোগী আব্দুল শুক্কুর বর্তমানে সুস্থ অবস্থায় রয়েছেন চিকিৎসকের তত্ত্বাবধানে। মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে রিলিজ করা হবে বলে জানা গেছে।

এর জন্য কৃতিত্ব পাওয়ার অধিকারী স্বাস্থ্য বিভাগের যুগ্ম অধিকর্তা ডা: সামসুল আলম এবং তরুণ চিকিৎসক দেবপ্রিয় দে।

   ৭০ বছর বয়স্ক বৃদ্ধ সম্প্রতি শারীরিক সমস্যা নিয়ে করিমগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। তখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার ইউরিনারি ব্লাডারে সমস্যা ধরা পড়ে। এরজন্য অপারেশন জরুরী ছিল। এরপর চিকিৎসকের পরামর্শে তাঁকে ভর্তি করা হয় সিভিল হাসপাতালে। দিনকয়েক আগে হাসপাতালেই তার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। অপারেশন করেন ডা: দেবপ্রিয় দে। তাঁকে সহযোগিতা করেন ডা: কৌস্তব সিনহা।

   করিমগঞ্জ সরকারি হাসপাতালে এ ধরনের অপারেশন প্রথম হয়েছে বলে জানা গেছে।

সম্পূর্ণ নিখরচায় অপারেশন হয়েছে। অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ডা: দেবপ্রিয় দে সহ পুরো টিমকে ধন্যবাদ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম অধিকর্তা ডা: সামসুল আলম। করিমগঞ্জে এরকমের অপারেশন প্রথম হয়েছে বলে দাবি করেছেন যুগ্ম অধিকর্তা।

তিনি আরো বলেছেন, অপারেশন হয়েছে সম্পূর্ণ নিখরচায়। শুধুমাত্র অপারেশন থিয়েটারের জন্য ৫০০ টাকা, বেড ভাড়া দৈনিক পাঁচ টাকা ইত্যাদি লেগেছে।    ডা: দেবপ্রিয় দে ‘গণ আওয়াজ’কে বলেছেন, রোগী বর্তমানে পুরোপুরি সুস্থ। মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token