অমৃত পাল, কাঞ্চনপুর : উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে আজ রোড শো করে ভোট প্রচার করল বিজেপি।
পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মনকে নিয়ে এই রোড শো-এ সঙ্গ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
কাঞ্চনপুর মন্ডল কার্যালয় থেকে রোড শোটি বের হয়ে শহর পরিক্রমা করে জম্পুই রোডের ইলেকট্রিক অফিসের সামনে পৌঁছে।
সেখানে মহারানী কাঞ্চনপ্রভা দেবীর মূর্তিতে মাল্য দান করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী মহারানী কীর্তি শিং দেব বর্মন!
এছাড়াও রোড শো-তে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক ফিলিপ কুমার রিয়াং, বিজেপির জেলা কমিটির সভাপতি কাজল দাস সহ অন্যান্যরা।