মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : বিজেপির বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তীব্র নিন্দা জানালো আম আদমী দলের যুব শক্তি তিনসুকিয়া জেলা সমিতি।
আজ সাংবাদিক সম্মেলন করে আপ-এর জেলা সমিতি অভিযোগ করে বলেছে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করে সাধারণ মানুষকে লালি পপ দেখানো হচ্ছে।
অরুণোদয়, প্ৰধানমন্ত্ৰী জীবনবীমা যোজনা আৰু প্ৰধানমন্ত্ৰী সুরক্ষা বীমার প্ৰ-পত্ৰ মাৰ্ঘেরিটা নগর, লিডু, বড়গোলাই, লেখাপানী, জাগুন, কেটেটং, ইনথেম সহ বিভিন্ন অঞ্চলে বণ্ঠ করছে বিজেপি।
ইতিমধ্যে সামাজিক প্ৰচার মাধ্যমে বিজেপির নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের ভিডিও ভাইরাল হয়েছে।
আপ-এর যুব শাখার জেলা সাধারণ সম্পাদক গকুল থাপার প্রশ্ন, নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের জন্য কেন বিজেপির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছেনা?
তিনি রাজ্যের মুখ্য নিৰ্বাচনী আধিকারিকের উদ্দেশ্যে অবিলম্বে বিজেপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।