ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ হাইলাকান্দি : হাইলাকান্দির তিন এআইইউডিএফ বিধায়ক উন্নয়নে ব্যর্থ হয়েছেন। কংগ্রেসের অবস্থাও বেগতিক তাবড়-তাবড় নেতারা দল ত্যাগ করেছেন।
দলীয় প্রার্থির নির্বাচনী প্রচারে হাইলাকান্দিতে এআইইউডিএফ এবং কংগ্রেস দুটি দলকে এভাবেই তুলোধুনু করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য রাজকুমার দাস।
বিজেপি প্রার্থী কৃপানাথ মালাও প্রচারে নেমে ঝড় তুলেন হাইলাকান্দিতে।
বৃহস্পতিবার রাজ্যেশ্বরপুর-নালুবাক এলাকায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন কৃপানাথ।
তিনি করিমগঞ্জের সামগ্রিক উন্নয়নে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে উন্নয়নে অংশ গ্রহণ করতে আহবান জানান।
কৃপা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কর্মতৎপরতার প্রশংসা করেন।
তিনি দাবী করেন, করিমগঞ্জে আসনে এবার বিজেপি রেকর্ড সংখ্যক সংখ্যালঘু ভোট পেয়ে জয়ী হবে।
কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়ন মূলক কাজের জন্য সংখ্যালঘুরা বিজেপির দিকে ঝুঁকছেন।
পূর্বকিত্তারবন্দ রাজ্যেশ্বর জিপির প্রাক্তন সভাপতি মইন উদ্দিন বড়ভুইয়াও বলেছেন, বিজেপির উন্নয়ন কাজের জন্য সংখ্যালঘুরা করিমগঞ্জে কৃপানাথকে সমর্থন করছেন।
সভায় উপস্থিত ছিলেন দলের আয়নাখাল-রাজ্যেশ্বরপুর মন্ডলের সভাপতি রাধেশ্যাম কৈরি, বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত নাথ, প্রভারি সুমন দাস, প্রাক্তন জেলা সভাপতি গোবিন্দলাল চ্যাটার্জি সহ অন্যান্যরা।