সাংস্কৃতিক আবহে কাটলিছড়ায় অনুষ্ঠিত ভোটার সচেতনতা

Spread the love

হাইলাকান্দি ২৮ মার্চ : নতুন ভোটারদের সচেতন করতে বৃহস্পতিবার কাটলীছড়া এস কে রায় কলেজে অনুষ্ঠিত হল নাচ -গান, কবিতা, নাটক, কুইজ এবং বক্তৃতা মূলক কর্মশালা।

কলেজের এনএসএস, ইলেকট্ররেল লিটারেসি ক্লাবের উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা নির্বাচন আধিকারিকের এসভিইইপি সেলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এই ভোটার সচেতনতা।

প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন এদিন।

জেলা প্রশাসনের পক্ষে সহকারী আয়ুক্ত পূজা দাওলাগপু নতুন ভোট দিতে যাওয়া ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক এই পর্বের প্রয়োজনীয়তা এবং তাদের দায়িত্ব সম্পর্কে বিশদ ব্যাখ্যা করেন।

প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সেল সদস্য শংকর চৌধুরী।

জেলা প্রশাসনের নির্বাচনী ম্যাসকট পায়রা সম্পর্কে আলোকপাত করে নির্বাচন সম্পর্কে বিশদ আলোচনা করেন বিজয়িনী ভট্টাচার্য।

কলেজের এনএসএস সংযোজক বিমান ভট্টাচার্য বলেন, দেশে এবছর এক কোটির বেশি নতুন ভোটার রয়েছে।

তাই গনতান্ত্রিক রাষ্ট্র ব্যাবস্থায় তাদের অংশ গ্রহণ বিশেষ জরুরি। ভোটার শপথ বাক্য পাঠ করান শংকর চৌধুরী।

বিশিষ্ট নৃত্য শিক্ষক অরিন্দম রক্ষিতের পরিচালনায় এক সমবেত লোক নিত্য উপহার দেন প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া ছাত্রীরা।

সেল সদস্য হৃদম ঘোষের পরিচালনায় লোকসভা নির্বাচন উপলক্ষে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে অবগত করতে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

বিপ্লব দাসের পরিচালনায় নির্বাচন সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কলেজ প্রাঙ্গনে পথনাটিকা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন চরিত্রে শ্রেষ্ঠ অভিনয়ের মাধ্যমে ভোটাকারের কর্তব্য এবং অধিকার সম্পর্কে বার্তা দেন।

তাছাড়াও ছিল সমবেত নৃত্য, কলেজের প্রাক্তন ছাত্র রাঘব চন্দ জানান তিনি নতুন ভোটারের অভিজ্ঞতার উপর একটি বই তৈরি করছেন।

এতে নতুন ভাবে যারা ভোটাধিকার প্রয়োগ করবেন তারাও লিখিত প্রবন্ধ পাঠাতে পারেন।

এদিন কলেজ কর্মী সজল দাস গুপ্ত সহ নির্বাচনী প্রচার বিভাগের পক্ষে কয়েস আহমেদ বড়ভূইয়া, রাহুল পাল, সড্যজিৎ দেব সহ অন্যান্যরা অনুষ্ঠানে সহযোগিতা করেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token