শম্ভু দাস, ধেমাজি : চিলাপথার কুলিবাজারের তৃণমূল কংগ্ৰেস প্ৰাৰ্থী ঘনকান্ত চুতিয়ার নিৰ্বাচনী কাৰ্যালয় লণ্ড ভণ্ড করার ঘটনাকে নিয়ে প্ৰতিক্ৰিয়া অব্যাহত।
ঘটনাকে কেন্দ্র করে তৃনমূল নেতৃত্ব সরাসরি বিজেপিকে দোষারোপ করছেন।
দলের রাজ্যিক সম্পাদক রঞ্জিত রায়ের দাবী, চিলাপথারে তৃণমূল কংগ্ৰেসের বিশাল রেলি দেখে শাসক দল বিজেপি শঙ্কিত হয়ে পড়েছে।
জনগণ বিজেপিকে প্রত্যাখ্যান করায় ভীত হয়ে এই অগণতান্ত্রিক কাৰ্য সংঘটিত করেছে।
তৃনমূল নেতা রঞ্জিত বলেন, বিজেপি যেকোনো সময়ত যেকোনো মানুষকে গ্ৰেপ্তার করতে পারে।
ব্যানার-পোষ্টার ছিঁড়ে ফেললেই মানুষ ভোট দেবেন না বলে বিজেপিকে তীব্র আক্রমণ করে দুষিদের শীঘ্র গ্রেফতারের দাবী জানান তৃনমূল নেতা।
উল্লেখ্য যে, লখিমপুৰ লোকসভা সমষ্টির চিমেনমুখ, চিলাসূতি এবং মুক্তিয়ার মণ্ডলের নিৰ্বাচনী কাৰ্যালয় রাতে দুষ্কৃতকারীরা ভেঙে চুরমার করে দিয়েছে।
এই ঘটনার পর দল স্থানীয় পুলিশে একটি মামলাও দায়ের করেছে। এজাহার পেয়ে পুলিশ ম্যাজিস্ট্রেট সহযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে।