আব্দুর রহমান : প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খানের নেতৃত্বে আজ বান্দরকোনা জিপি থেকে হাজারেরও বেশী এজিপি কর্মী যোগ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভায়।
এজিপি কর্মী আব্দুল মানিক, সেলিম আহমেদ আবুল কাছিম, বদরুল হকরা জানান, আজিজ আহমেদ-এর নেতৃত্বে এজিপি কর্মীরা কৃপানাথ মালার হয়ে কাজ করছে।
আজ প্রায় এক হাজার কর্মী সমর্থক বিশাল পথ যাত্রারম্ভ করে নিলামবাজারে মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিয়েছে।
তারা বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ চারশোর অধিক আসনে বিজয়ী হয়ে কেন্দ্রে পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সব কা সাথ, সব কা বিকাশ’ নীতির জন্য সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন সংখ্যালঘুরাও।
তাই তারা কেন্দ্র ও রাজ্য সরকারের বহুমুখী উন্নয়নকে সামনে রেখে সবাইকে মাঠে নামার আহ্বান জানান।
কংগ্রেসের সমালোচনা করে বলেন, কংগ্রেস জমানায় যা কল্পনাও করা যায়নি এসব উন্নয়নের সমান ভাগিদার হয়েছেন সংখ্যালঘুরা।
কংগ্রেস এবং এআইইউডিএফ দলকে আক্রমণ করে বলেন, এই দু’টি দল জনগণকে শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সংখ্যালঘুদেরকে ভোটব্যাংক হিসাবে ব্যবহার করে ফায়দা নিয়েছেন।