প্রীতম কুমার নাথ : বরাক উপত্যকা থেকে ঘনঘন মোটরবাইক চুরি যাওয়ার ঘটনা শোনা গেলেও চোর চক্র কোন পথে পাচার করছে তা অনেকের অজানা।
কিন্তু বিএসএফ-এর সক্রিয় ভুমিকায় বরাকের চুরি যাওয়া বাইকগুল যে মেঘালয় হয়ে অতি গোপনে বাংলাদেশে পাচার হচ্ছে তা প্রায় নিশ্চিত হয়ে গেছে।
মেঘালয়ের ভাতর-বাংলা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা বেশ কয়েকটি মোটরবাইক উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
উদ্ধার করা বাইকগুলো বিএসএফ জওয়ানরা মেঘালয়ের পূর্ব জয়ন্তীয়া পার্বত্য জেলার উমকিয়াং পুলিশ পেট্রোল পোষ্টে সমঝে দিয়েছেন।
খবর পেয়ে আমাদের প্রতিনিধি উমকিয়াং পুলিশ পেট্রোল পোষ্টে পৌছে বাইকগুলোর ছবি সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।
কিন্তু উমকিয়াং পুলিশ পেট্রোল পোষ্টের ইনচার্জ ক্যামেরার সামনে এব্যাপারে কথা বলতে অনিহা প্রকাশ করেন।
তিনি অফ্ ক্যামেরায় জানিয়েছেন, সীমান্তে কর্ত্যব্যরত বিএসএফ জওয়ানরা বাইকগুলো জব্দ করে পুলিশে সমঝে দিয়েছেন। তবে এই ঘটনার সাথে কাউকে গ্রেফতার করা হয়েছে কি-না? জানতে চাইলে এড়িয়ে যান উমকিয়াং পুলিশ পেট্রোল পোষ্টের ইনচার্জ।