কাটিগড়ার গরীব ছাত্রছাত্রীদেরকে ছাতা বিতরন করলো বিভিসিএল ও লায়ন্স ক্লাব

Spread the love

রূপক কুমার নাথ, কাটিগড়া, ২৯ সেপ্টেম্বর : কাটিগড়ার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া গরীব জনসাধারণের সাহায্যে ফের একবার এগিয়ে এলো বরাক ভ্যালী সিমেন্টস লিমিটেড (বিভিসিএল) ও লায়ন্স ক্লাব অব কাটিগড়া গ্রেটার।

বৃহস্পতিবার কাটিগড়া শিক্ষা ব্লকের অধীনে থাকা কালাইন-কাটিগড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রীদের হাতে ছাতা তুলে দেন কাটিগড়া গ্রেটারের সভাপতি শমীন্দ্র পাল, বিভিসিএলের সেফটি অফিসার সত্যজিৎ মালাকার, অ্যাসিস্ট্যান্ট সেলস্ ম্যানাজার মুকেশ সিং প্রমুখরা।

এদিন প্রথমে ১২নং কালাইন এলপি স্কুলের প্রধান শিক্ষিকা নীলাঞ্জনা পাল ও সহকারী শিক্ষিকা নিবেদিতা দেবের উপস্থিতিতে ছাতা বিতরন করা হয়।

এরপর গোপাল টিলা কালাইন ‘টি’ এল পিএসের প্রধান শিক্ষিকা সুপর্ণা দে, সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন লস্কর, মিঠুন শুক্লবৈদ্য এবং অজয় শঙ্কর পালের উপস্থিতিতে পড়ুয়াদের হাতে ছাতা তুলে দেন লায়ন্স ও বিভিসিএলের কর্মকর্তারা।

এদিন কালিবাড়ি পেঁচাছড়া এলপি স্কুলেও ছাতা বিতরন করা হয়। এখানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা অর্চনা বিষ্ণু, সহকারী শিক্ষিকা নবেন সিংহ প্রমুখ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ছাত্র-ছাত্রীদের মধ্যে ছাতা বিতরণ করায় স্কুলের শিক্ষক, শিক্ষিকারা বিভিসিএল কোম্পানি এবং লায়ন্স ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Dipon Kumar Das

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token