লোকসভা নির্বাচনে আরএসএস-বিশ্ব হিন্দু পরিষদকে উপেক্ষা হিমন্তর! অন্দরমহলে জ্বলছে তুসের আগুন

Spread the love

নিউজ ডেক্স, গণআওয়াজ : দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচনের প্রচার। দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা।

আসামে তৃতীয় দফার লোকসভা নির্বাচনের প্রচারে দলীয় প্রার্থীর হয়ে সোমবার গুয়াহাটিতে র‍্যলি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের মত সংগঠনগুলোকে এই প্রথমবারের মত উপেক্ষা করে আসামে চমক দেখাতে চাইছেন হিমন্ত বিশ্ব শর্মা।

তবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

শিলচরের পর এবার গুয়াহাটি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেধির পক্ষে প্রচার করেন তিনি।

সাইকেল ফ্যাক্টরি তিনালি থেকে গুয়াহাটির লাল গণেশ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রোড শো করেছেন অমিত শাহ।

রোড শোতে তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, গুয়াহাটি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেধি এবং বিজেপি রাজ্য সভাপতি ভাবেশ কলিতা।

রোড শো চলাকালীন রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভ্যর্থনা জানান।

বিভিন্ন জাতিগত নৃত্য ও গানে সমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মন্ত্রীকে স্বাগত জানানো হয়।

এদিকে আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের মত সংগঠনগুলোকে উপেক্ষা করায় বিভিন্ন মহল থেকে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

শিলচর বিজেপির অন্দরমহলেও জ্বলছে তুসের আগুন। যে কোন সময় এই আগুন বৃহৎ আকার নিলেও আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না।

এমনকি শিলচর বিজেপির অনেক পুরনো কর্মকর্তা দলের বর্তমান অবস্থানে বিজেপিকে কংগ্রেসের আবর্জনার ড্রাসবিনও বলছেন। আগামী চার জুনের ফলাফলের পর আসাম বিজেপিতে এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token