স্বপন পাল, দার্জিলিং : শিলিগুড়ির বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল প্রধাননগর থানার পুলিশ।
এদিন ২৯ জন প্রকৃত মালিকের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, কিছুদিন আগে প্রধাননগর থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার ২৯ জন প্রকৃত মালিকের হাতে তাদের ফোন তুলে দেওয়ার পর চুরি যাওয়া ফোন ফিরে পেয়ে খুশি হন সকলে।
এদিকে সোমবার গভীর রাতে শিলিগুড়ি থানার জলপাই মোড় এলাকা থেকে লক্ষাধিক টাকার বিদেশি মদ সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রে খবরের ভিত্তিতে একটি টোটো থেকে উদ্ধার হয় এই বিশাল পরিমাণের অবৈধ বিদেশী মদ।
ঘটনাস্থল থেকে দুইজন ব্যক্তিকে আটক করা হয়। ধৃতরা হল রাজেশ কুমার এবং এম ডি ইমরান। তারা মাটিগাড়া বিশ্বাস কলোনি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অবৈধ মদ গুলো বিহারে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
তার আগে শিলিগুড়ি থানার পুলিশ জলপাইগুড়ি মোড় এলাকায় থেকে হাতেনাতে ধরে ফেলে। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।