মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : কৃত্রিম বন্যায় ভুবছেন মার্গেরিটা নির্বাচনী এলাকার লিডু বাজার, লিডু কলেজ, মার্গেরিটা সেগুনবাড়ি, বড়গোলাই ও জাগুন এলাকার বাসিন্দারা।
কয়েকদিনের টানা বর্ষণে মার্গেরিটা শহর এখন কৃত্রিম বন্যার কবলে, যার ফলে স্কুল, কলেজ, সরকারী কর্মচারী ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে চরম মুল্য দিতে হচ্ছে।
জনসাধারণের অভিযোগ, আজ সকালের প্রবল বৃষ্টির ফলে নর্থ ইস্ট কোল ইন্ডিয়া কলিয়ারি পাহাড় থেকে প্রচুর পরিমানে জল নেমে আসায় লিডুর বিভিন্ন অঞ্চলএখন জলের তলে।
এমনকি লিডুর একমাত্ৰ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান লিডু মহাবিদ্যালয় এবং পার্শ্ববর্তী বিদ্যানগর অঞ্চল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
এনিয়ে এলাকার মানুষ চিন্তীত। কিন্তু মার্গেরিটার কোনো সরকারী আধিকারিক বা জনপ্রতিনিধি বন্যা কবলিত এলাকার জনসাধারণের কোন খোঁজখবর নিতে নেননি স্থানীয় জনগণের অভিযোগ।