স্বপন পাল, শিলিগুড়ি দার্জিলিং : বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন মহান মে দিবস।
এই দিনটি সারা বিশ্বে প্রতিবছর শ্রমিকদের আত্মত্যাগের দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বাদ যায়নি শিলিগুড়ির এনজেপি আইএনটিটিইউসি টাউন ব্লক।
এনজেপি স্টেশনের শ্রমিকদের নিয়ে আজ আইএনটিটিইউসি টাউন ব্লক সভাপতি সুজয় সরকারের নেতৃত্বে মহান মে দিবস পালন করা হয়।
এইদিন প্রথমে আইএনটিটিইউসি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন হয়।
পরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ এবং মাল্যদান করে দিনটি উদযাপন করেন আইএনটিটিইউ টাউন ব্লক।
মে দিবসের শ্রমিকদের আন্দোলনে মুখ্য বিষয় নিয়ে বক্তব্য রাখের সুজয় সরকার।
তিনি বলেন, শ্রমিকদের দাবী ছিল ৮ঘন্টার কাজের, কিন্তু কেন্দ্রীয় সরকার শ্রমিকদের দাবিকে অমান্য করে শ্রমিকদের ১২ ঘন্টা কাজ করানোর প্রয়াস নিয়েছে।
সরকারের এই জবরদস্তি কোনোভাবেই মেনে নেওয়া হবেনা বলে সাফ জানিয়ে দেন সুজয়।