প্রীতম কুমার নাথ, ধলাই : শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে সরকার যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করেছিল, যাতে ছাত্রছাত্রীরাদের শারিরীক হেনস্থা না করে পাঠদান দেওয়া হয়।
কিন্তু কাছাড় জেলার নরসিংহপুর শিক্ষা খণ্ডের গোলকনাথ পাঠশালায় ঘটে গেলো এক অবাক কাণ্ড।
শিক্ষককে দু’বার গুডমর্নিং না বলায় বেধম প্রহারে গুরত্বর আহত হলেন দুই ছাত্রী।
জানাগেছে, পাঠদানে আসা শিক্ষককে দু’বার গুডমর্নিং না বলায় অগ্নিশর্মা হয়ে প্রবীণ সিনহা নামের ওই শিক্ষক বেধড়ক পেটান তৃতীয় শ্রেণির দুই ছাত্রীকে।
শিক্ষকের প্রহারে আহত সোহেলী নাথ নামের ন’ছরের এক ছাত্রী বমি ও জ্বরে আক্রান্ত, এছাড়া দেবিতা সিংহ নামের অপর ছাত্রীর হাত ফুলে যায়।
পরে আহত দুই ছাত্ৰীকে চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়।
ছাত্রীদের অভিভাবকরা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির নজরে আনেন।
আগামীকাল সোমবার স্কুল চত্বরে তার বিচার হবে। এদিকে অভিভাবকরা জানিয়েছেন ওই শিক্ষকের বিরুদ্ধে বিহীত ব্যবস্থা নেওয়া না হলে তারা আইনের দ্বারস্থ হবেন।