গণআওয়াজ প্রতিনিধি, কালাইন : প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল কালাইন সত্যরঞ্জন কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক চয়ন ধরের।
হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যুর মুখে ঢলে পড়েন এই শিক্ষক।
গরমে অসুস্থ হয়ে কলেজ শিক্ষকের মৃত্যুর ঘটনায় কাটিগড়ার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে প্রতিদিনের মতো বৃহস্পতিবার কলেজে পাঠদান করার উদ্দেশ্যে অধ্যাপক চয়ন ধর কলেজে গিয়েছিলেন।
কিন্তু পাঠদানের আগেই প্রচন্ড গরমে হঠাৎ অস্বস্তিবোধ করেন তিনি, ছাত্ররা সঙ্গে সঙ্গে তাঁকে অটোতে করে কালাইন হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে পৌঁছার পর অচৈতন্য হয়ে পড়েন তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর খবর পেয়ে অধ্যাপকের একমাত্র বৃদ্ধা মা ছুটে যান কালাইন হাসপাতালে। মাত্র ৪৭ বছর বয়সের এই আদর্শবাদী শিক্ষকের মৃত্যুতে সবাই বাকরুদ্ধ।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। হাসপাতাল থেকে চয়ন ধরের মরদেহ নিয়ে যাওয়া হয় কালাইন সত্যরঞ্জন কলেজে।
কলেজে আসার পর তাঁর মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন শিপা নাথ চৌধুরী, প্রবীর দাস, দীপঙ্কর দাস, হারান দাস, সন্দীপ দাস, রেসব দাস, কৌশিক দাস, সুব্রত দেব, সুইটি সূত্রধর ও প্রিয়া বৈষ্ণব সহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
কলেজে শেষ শ্রদ্ধা নিবেদন করার পর চয়ন ধরের মরদেহ তাঁর পশ্চিম কাটিগড়ার কুশিয়ারকুলের বাড়িতে নিয়ে যাওয়া হয়।