শিলচর, ১৩ সেপ্টেম্বর, মঙ্গলবার : সিআইটিইউ’র আওতাভুক্ত আসাম রাজ্যিক আশা ইউনিয়নের সদস্যরা বিভিন্ন দাবিতে স্বাস্থ্য বিভাগের জেলা যুগ্ম সঞ্চালক কার্যালয়ের সামনে আজ বিক্ষোভ প্রদর্শন করেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের ঘোষিত কোভিড অতিমারির সময়ের মাসিক ৩ হাজার টাকা করে ৬ মাসের সাম্মানিক হিসাবে ১৮ হাজার টাকা অবিলম্বে প্রদান করা।
আশা কর্মীদের সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি প্রদান, আশা কর্মীদের সামাজিক সুরক্ষা প্রদান সহ দৈনন্দিন কাজের নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেওয়া।
তাছাড়া তাদের স্বাস্থ্য বিমা প্রদানের দাবি সহ অন্যান্য বিভিন্ন দাবিতে শতাধিক আশা কর্মী জেলা যুগ্ম সঞ্চালক কার্যালয়ের সামনে আজ বিক্ষোভ দেখান।
বিক্ষোভ চলাকালীন সময়ে বক্তব্য রাখেন সিটুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য, সম্পাদক অভিজিত গুপ্ত, সোমা দাস, বিদ্যুত দেব সহ অন্যান্যরা আজ। বিক্ষোভ প্রদর্শন শেষে ইউনিয়নের কর্মকর্তারা জেলা যুগ্ম সঞ্চালকের কাছে সমুহ দাবি আদায়ের লক্ষ্যে এক স্মারকলিপি প্রদান করেন।