গুয়াহাটি, ২১ মার্চ : লোকসভা নির্বাচনের এখনও প্রায় এক বছর বাকি, কিন্তু কে কত আসনে জিতবে তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।
বিজেপি ১২ থেকে ১৩টি আসনের লক্ষ্য নির্ধারণ করেছে, তবে কংগ্রেস সভাপতি ১৪টি আসনের সবকটিতেই জিতবে বলে দাবী করছেন।
কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতির এই মন্তব্যের সমালোচনা করেছেন বরখাস্ত কংগ্রেস বিধায়ক শেরমান আলী।
তিনি বলেছেন, আসামের মানুষ ভূপেন বরাকে নিয়ে হাসছে। ভূপেন বরা ১৪ টি আসন জিতবে দাবী করে নিজের মর্যাদা নষ্ট করেছেন। কারণ তার নিজের জ্ঞান নেই।
শেরমান প্রশ্ন তুলেন, কিসের ভিত্তিতে কংগ্রেস ১৪টি আসন পাবে? আজ কংগ্রেসের কোনো ভিত্তি নেই।
এআইইউডিএফ-এর সঙ্গে জোট ছাড়া এটা কখনোই সম্ভব নয়। বিজেপিকে মোকাবেলা করতে কংগ্রেস-এআইইউডিএফ জোট থাকতে হবে, এতে কংগ্রেস বাঁচাবে এবং লোকসভায় আসন বাড়াবে।
বরখাস্ত কংগ্রেস বিধায়ক শেরমান আলি, জোট ছাড়া কংগ্রেস সভাপতির মন্তব্যকে ভিত্তিহীন এবং অলংকারপূর্ণ বলে অভিহিত করেছেন।