অসীম রায়, লক্ষীপুর : পানীয় জলের অভাবে সোমবার লক্ষীপুর পৌরসভা ঘেরাও করলেন শহরের তিন নং ওয়ার্ডের মহিলারা।
এদিন তারা লক্ষীপুর পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কোন পুরো কমিশনারকে অফিসে না পায়ে ক্ষুব্ধ হয়ে উঠেন।
তাদের অভিযোগ দীর্ঘ এক বছর থেকে শহরের তিন নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে।
এই সমস্যা নিয়ে বারবার পৌরসভার চেয়ারম্যান সহ এলাকার কমিশনারের কাছে অভিযোগ করা হলেও তাদের কথায় কোন গুরুত্ব দেন নি।
লক্ষীপুর শহরের তিন ও চার নম্বর ওয়ার্ডের বেশীর ভাগ পরিবার জল ক্রয় করে পান করছেন।
কিন্তু তারা যখই সমস্যা নিয়ে চেয়ারম্যান সাথে দেখা করে সমস্যা সমাধান করার দাবি তুলে ধরেন তখন তাদের শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়।
বিক্ষুব্ধ মহিলারা আরো বলেন যে শুধু পানীয় জল নয়, ওয়ার্ডে বিদ্যুত, জল নিস্কাশন সহ বিভিন্ন সমস্যা রয়েছে।
এসব সমস্যা সমাধানে পৌরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে বলেন তাদের শুধু ভোটের প্রয়োজন।
পৌরসভা নির্বাচনের প্রায় দুই বছর অতিক্রান্ত হলে শহরে কোন ধরনের উন্নয়ন মূলক কাজ হচ্ছে না। শীঘ্র তাদের ওয়ার্ডের পানীয় জলের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন ক্ষুব্ধ মহিলারা।