দুল্লভছড়া, ৩০ মার্চ : করিমগঞ্জ জেলার পাথারকান্দি জনস্বাস্থ ও কারিগরি বিভাগের সাব-ডিভিশনের অন্তর্গত দুল্লভছড়া জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্লান্ট এতদিন অলিভিয়াছড়া এপিডিসিএল ফিডারে অন্তর্ভুক্ত ছিলl
কিন্তু ঝড়-বৃষ্টির কারণে ফিডারটি প্রায়ই বিদ্যুৎহীন অবস্থায় থাকে l যার জন্য দুল্লভছড়া জনস্বাস্থ কারিগরি বিভাগের ট্যাঙ্কে জল উঠানো সম্ভব হয় নাl
তাই প্রায়ই পানীয় জলের সরবরাহ বিঘ্নিত হয়l
এমতাবস্থায় ‘বৃহত্তর দুল্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চ (ডিডিপিসিএফ)-এর সভাপতি অংশুমান পাল এব্যাপারে পাথারকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সহকারী কার্যবাহি অভিযন্তাকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
তাঁর অনুরোধে পাথারকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সহকারী কার্যবাহি অভিযন্তা দুল্লভছড়া এপিডিসিএলকে চিঠি লিখে প্ল্যান্টটি দুল্লভছড়া ফিডারে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন।
এব্যাপারে বৃহত্তর দুল্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চের সভাপতি অংশুমান পাল গণ আওয়াজকে জানান, প্ল্যান্টটি দুল্লভছড়া ফিডারে অন্তর্ভুক্ত করা হলে এলাকার মানুষের বিশুদ্ধ পানিয় জলের সমস্যা থাকবে না।