মোস্তাফা আহমেদ মজুমদার, হাইলাকান্দি : রতনপুর দ্বিতীয়খন্ড কাটাখাল নদীর পূর্বপারে সোমবার থেকে শুরু হয়েছে নিজাম উদ্দিন চৌধুরী নকআউট ফুটবল টুর্নামেন্ট।
আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
খেলার প্রথম পুরস্কার হিসেবে রয়েছে নগদ কুড়ি হাজার টাকা ও সঙ্গে বিজয়ী ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে নগদ দশ হাজার টাকা ও সঙ্গে রানার্স আপ ট্রফি।
রয়েছে সেরা খেলোয়াড় ও সেরা গোল কিপারের জন্য আকর্ষণীয় পুরস্কার।
হাইলাকান্দি জেলা তথা বরাক উপত্যকার ফুটবল প্রেমীদেরকে উক্ত খেলায় টিম দেওয়ার জন্য কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
সোমবার উদ্বোধনী ম্যাচে খেলছে রতনপুর যুব টিম বনাম বাহাদুরপুর একাদশ।
মাঠ ভর্তি দর্শকের উপস্থিতিতে রতনপুরে নিজাম উদ্দিন চৌধুরী নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিজের জয় হাছিল করছে বাহাদুরপুর একাদশ।
নির্ধারিত সময়ে উদ্বোধনী ম্যাচে রতনপুর যুব টিমের সঙ্গে হিমশিম খেতে হয় বাহাদুরপুর একাদশের।
খেলার বিরতির পর বিপক্ষের জালে বল ফেলে গোল করে রতনপুর যুব টিম, এরপর ফের বাহাদুরপুর একাদশের জালে বল ফেলে দ্বিতীয় গোল করে রতনপুর যুব টিম।
একসময় ২-০ গোলের বোঝা মাথায় নিয়ে আক্রমনাত্মক হয়ে বিপক্ষের রক্ষণভেদ করতে মরিয়া হয়ে ওঠেন বাহাদুরপুর একাদশের খেলোয়াড়রা।
এতে সাফল্য আসে শেষের দশ মিনিটে। রতনপুর যুব টিমের জালে পর পর দুটি গোল পরিশোধ করে খেলা ড্র করতে সক্ষম হয় বাহাদুরপুর একাদশ।
এরপর সময় শেষ হয়ে গেলে ট্রাইব্রেকারের মাধ্যমে রতনপুর যুব টিমকে পরাজিত করে জয়ী হয়েছে বাহাদুরপুর একাদশ।
এদিনের উদ্বোধনী ম্যাচে মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলগাপুরের বিধায়ক তনয় সাদিক আহমদ চৌধুরী, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর, হাইলাকান্দি জেলা পরিষদের প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবী মাশুক আহমদ বড়ভূইয়া, নিতাইনগর জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি জহিরুল ইসলাম লস্কর, রতনপুর জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি আব্দুর রহমান মজুমদার।
এছাড়াও ছিলেন বিশিষ্ট সমাজসেবী হিলাল উদ্দিন লস্কর, সমাজসেবী আমির হোসেন মজুমদার, আবুল কাসিম বড়ভূইয়া (আবুল)। খেলা পরিচালনা কমিটির পক্ষে সবাইকে ধন্যবাদ জানান সভাপতি জামাল উদ্দিন মজুমদার, সম্পাদক রিজু হোসেন লস্কর, কোষাধ্যক্ষ হুসাইন আহমদ চৌধুরী, সদস্য রিপু আহমদ লস্কর, মিসবাউল আলম বড়ভূইয়া প্রমুখ।