তাপস নাথ : সিইউইটি বাতিলের দাবিতে এআইডিএসও আজ শিলচরে বিক্ষোভ মিছিল বের করে।
সংগঠনের শিলচর জেলা কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। সিইউইটি বাতিলের দাবিতে মিছিলকারীরা বিভিন্ন স্লোগানে শহরের রাজপথ কাঁপান।
পরে জেলা শাসকের কার্যালয়ের সামনে এসে তীব্র বিক্ষোভ প্রদর্শনের রাজ্যের শিক্ষা মন্ত্রীর উদ্দেশ্যে জেলা আয়ুক্তের হাতে স্মারকপত্র তুলে দেন।
সাংবাদিকদের কথা বলতে গিয়ে তারা জানান, আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে স্নাতকস্তরে ভর্তির ক্ষেত্রে সিআইইউটি পরীক্ষায় উত্তীর্ণ বাধ্যতামূলক করায় ছাত্র ছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এই পরীক্ষা সম্পর্কে বেশিরভাগ ছাত্র ছাত্রী অবহিত নয়, ফলে অনেকে আবেদনই করেনি।
এরপরেও যারা আবেদন করেছে তাদেরকে বাংলা ও পরিবেশ বিজ্ঞানের পরীক্ষার জন্য বরাক উপত্যকার বাইরে আইজল, শিলং, গুয়াহাটি, কোকড়াঝাড়, যোরহাট, ডিব্রুগড় ইত্যাদি স্থানে যেতে বাধ্য করা হচ্ছে।
ন্যাশনাল টেস্টিং এজেন্সির এই অবিবেচক সিদ্ধান্তে ছাত্র ছাত্রীরা চরম বিপাকে পড়তে হয়েছে। বিশেষ করে অনেকেই আর্থিক অসচ্ছলতার জন্য সে সব স্থানে গিয়ে পরীক্ষা অক্ষম।
ফলে বিশাল সংখ্যক ছাত্র ছাত্রীর উচ্চ শিক্ষা অর্জনের পথ বন্ধ হয়ে যাবে। তাই সিইউইটি পরীক্ষা বাতিল করার দাবী জানান তারা। অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তম আন্দোলনে নামার হুমকি দেন এই সংগঠনের কর্মকর্তারা।