ধলাই, ১৯ নভেম্বর : সমগ্র রাজ্যের মানুষ অতি উৎসাহের সহিত মহান দেশপ্রেমিক বীর লাচিত বরফুকনের ৪০০ তম জন্মজয়ন্তী পালনের জন্য মুখিয়ে রয়েছে, কারণ একটাই লাচিত বরফুকনের বীরত্বের কাহিনী রাজ্যের প্রতিটি মানুষের কাছে যাতে পৌঁছানো যায়।
সরকার এবার সপ্তাহ ব্যাপী বীর লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উদযাপনের যে উদ্যোগ নিয়েছে তা সত্যিকার অর্থে প্রশংসার যোগ্য, আমাদের সকলের উচিত লাচিতের দেশপ্রেম তথা আত্মত্যাগের কাহিনী রাজ্যের প্রতিটি কোনায় পৌঁছানো যাতে সাধারণ মানুষ বীর লাচিত সম্বন্ধে ভালো করে জানতে পারে।
শুক্রবার ধলাই বাজার আইডিয়েল ইংলিশ স্কুলে ধলাই পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত রচনা প্রতিযোগিতার এক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে এই মন্তব্য করেন ধলাই থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর মনোজ বরুয়া।
তিনি যুব প্রজন্মের প্রতি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য মহান দেশপ্রেমিক বীর লাচিত বরফুকনের ৪০০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী কার্য্যসূচীর দ্বিতীয় দিনে রচনা প্রতিযোগিতায়় ধলাই থানা এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা অংশ নেয়।
এতে ধলাই আইডিয়েল ইংলিশ স্কুলের ছাত্র অরিজিৎ পাল প্রথম, বিএনএমপি এইচ এস স্কুলের ছাত্রী স্বর্ণালী ঘোষ দ্বিতীয় ও বাম নবকুমার স্কুলের ছাত্রী মেহেবুবা খানম তৃতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দার্বি গান্ধী এমই স্কুলের শিক্ষক বিনয় রায় বলেন, লাচিত বরফুকনের জন্মজয়ন্তীর এবারের এই কার্য্যক্রম সমগ্র আসাম ব্যাপী সাড়া জাগিয়েছে।
তিনি বলেন, ছোট বেলা থেকে আজ অবধি এতো সাড়া জাগানো কার্য্যক্রম আমি দেখিনি, আসলে যে কোন কাজকে বাস্তব রূপ দিতে হলে সদিচ্ছা প্রয়োজন যেটা বর্তমান সরকারের আছে।
এই প্রথমবার এক সপ্তাহ আগে থেকে শুরু করা হয়েছে লাচিত বরফুকনের জন্মজয়ন্তীর অনুষ্ঠান, যাতে মানুষের মধ্যে দেশপ্রেমের ভাব জাগিয়ে তোলা যায়।
অতীতে মাতৃভূমির জন্য মহাবীর লাচিত কিংবা অন্য যারাই ত্যাগ স্বীকার করেছেন সেটা নব প্রজন্মের কাছে তুলে ধরা যায়।
শিক্ষাবিদ বিনয় রায় আরও বলেন, দেশপ্রেম তথা মাতৃভূমির প্রতি অগাধ শ্রদ্ধা থাকলে একজন মানুষ দেশের জন্য নিজের মামাকে হত্যা করতে পারে তার জ্বলন্ত উদাহরণ লাচিত বরফুকন।
তিনি লাচিত বরফুকনের সাহস, বীরত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার জন্য সেবার মনোভাব নিয়ে কাজ করে যাওয়ার জন্য ছাত্র ছাত্রী তথা যুব প্রজন্মের প্রতি আহ্বান জানান।
প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ধলাই আইডিয়েল ইংলিশ স্কুলের অধ্যক্ষ এল মাখন সিংহ।
এদিনের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সমাজকর্মী কমলেশ দাশ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়লাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নচাং শ্যাম, পালংঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধনেশ্বর দাস, ধলাই থানাধীন গ্রামরক্ষী বাহিনীর সিওভিডিও রেবুল হোসেন মজুমদার, আইডিয়েল ইংলিশ স্কুলের পরিচালন সমিতির সভাপতি দীপক রঞ্জন পাল, বিএনএমপি এইচ স্কুলের শিক্ষক সাগর দত্ত, হরিচরণ এমই স্কুলের শিক্ষক তপু রঞ্জন দে, শিক্ষাবিদ উৎপল পাঠক, বিধান দে, লাল বিহারী কৈরী, রাজু মেধি, কৃত্যেশ্বর পাল, রবীন চন্দ্র ফুকন, রাজীব পেগু, নমল দাস, রাজেন্দ্র প্রসাদ গোয়ালা প্রমুখ।
এদিন রচনা প্রতিযোগিতার বিচারক হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ বিনয় রায়, রাহুল দাস, কানু মজুমদার, পুর্বাশা চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রীরা এদিন দেশাত্মবোধক সংগীত সহ কবিতা আবৃতি ও পরিবেশন করেন।