সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১৯ ডিসেম্বর : দুল্লভছড়া পাতিয়ালা গ্রামের গৌরহরি মুখার্জীর শ্রীমন্ডপে রবিবার পঞ্চমী নামে বিষুপ্রিয়া মনিপুরী ভাষার একটি বইয়ের উন্মোচন করা হয়।
প্রাক্তন শিক্ষক রজনী কান্ত সিংহের পৌরহিত্য অনুষ্ঠিত সভায় দুল্লভছড়া সিভিপি হাইয়ার সেকেন্ডেরী স্কুলের ছাত্র প্রয়াত চন্ডীদাস সিংহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর সংমণ্ডলের কার্যবাহী অভিযন্তা পদ থেকে ২০১৪ ইং সালে অবসর গ্রহন করেন।
তিনি জনগণের আড়ালে থেকেই সমাজের উন্নয়নে বিভিন্ন কাজ করার পাশাপাশি অসহায় পরিবারের মেধা পড়ূয়াদের আর্থিক সহযোগিতা সহ নিজ মাতৃভাষায় পঞ্চমী বইটি লিখেছেন।
কিন্তু জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রাক্তন কার্যবাহী অভিযন্তা চন্ডীদাস সিংহ নিজের লেখা বইটি উন্মোচন করার আগেই ২০১৯ সালের ৩০ জুন পরলোক গমন করেন।
এদিন প্রয়াতের স্মৃতি চারন অনূষ্টানে মাতৃভাষায় লেখা বইটি উন্মোচনের পাশাপাশি উনার জীবনাদর্শ নিয়ে বক্তরা আলোকপাত করেন। বিশিষ্ট অথিতি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ ব্রজ গোপাল সিংহ, রাধামাধব রাজ্যিক সেবা পরিচালন কমিটির সভাপতি হরেন্দ্র সিংহ, শিলচর রাধামাধব কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা: প্রভাত সিংহ, নাগালেন্ড ডায়েট এর অধ্যক্ষ কানু সিংহ, রাতাবাড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক বীরেন্দ্র কুমার সিংহ, তাপস সিংহ, দুল্লভছড়া সিভিপি স্কুলের অধ্যক্ষ দেবাশীষ সিংহ ও আনিপুর নারায়ন নাথ স্কুলের প্রাক্তন অধ্যক্ষ নীতু সিংহ সহ অন্যানরা।