মোস্তফা আহমদ মজুমদার, হাইলাকান্দি : ভজন্তিপুর নতুন বাজার সংলগ্ন মাঠে আয়োজিত নিজাম উদ্দিন চৌধুরী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে বিজয়ী হল রতনপুর একাদশ।
রবিবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় জাকির হোসেন লস্কররের টিম রতনপুর একাদশ এবং পশ্চিম চানপুর-ধনিপুর ইয়ং স্টার ক্লাব।
নির্ধারিত সময়ে ফাইনাল ম্যাচে ব্যান্ডপার্টি নিয়ে জাঁকজমকভাবে মাঠে নামে চানপুর-ধনিপুর ইয়ং স্টার ক্লাব।
খেলার শুরু থেকেই রতনপুর একাদশ টিমের সঙ্গে হিমশিম খেতে হয়েছে মোহনপুরের চানপুর-ধনিপুর ইয়ং স্টার ক্লাবের টিমকে।
খেলার প্রথম কুড়ি মিনিটের মধ্যে বিপক্ষের জালে বল ফেলে পরপর দুটি গোল করে রতনপুর একাদশ।
২-০ গোলের বোঝা মাথায় নিয়ে আক্রমনাত্মক হয়ে বিপক্ষের রক্ষণভেদ করতে মরিয়া হয়ে ওঠেন চানপুর-ধনিপুর ইয়ং স্টার ক্লাবের টিমের খেলোয়াড়রা। কিন্তু কোন সাফল্য আসেনি।
দীর্ঘ লড়াইয়ের পরও চানপুর-ধনিপুর ইয়ং স্টার ক্লাব একটি গোলও পরিশোধ করতে পারেনি। ২-০ গোলে চানপুর ইয়ং স্টার ক্লাব রতনপুর একাদশের কাছে পরাজিত হয়।
ফাইনাল ম্যাচে বিজয়ী রতনপুর একাদশের অধিনায়ক জাকির হোসেন লস্কররের হাতে প্রথম পুরস্কার পঁচিশ হাজার টাকার চেক তুলে দেন আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী।
রানার্স টিম চানপুর-ধনিপুর ইয়ং স্টার ক্লাবের অধিনায়কের হাতে দ্বিতীয় পুরস্কার সাড়ে বারো হাজার টাকার চেক তুলে দেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য নূরুল ইসলাম লস্কর।
সঙ্গে উভয় টিমের শেরা খেলোয়াড়দেরকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী আলম উদ্দিন লস্কর।
সমগ্র অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন মোহনপুর মুনলাইট ক্লাবের সভাপতি মাওলানা আব্দুল হান্নান লস্কর।
নিজের নামের এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত হয়ে খেলা পরিচালনা কমিটি, খেলোয়াড়, উভয় দলের অধিনায়ক, দর্শক সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী।
উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন বড়ভূইয়া, আয়নুল হক বড়ভূইয়া, জেলা মহরম কমিটির সভাপতি সিরাজ উদ্দিন বড়ভূইয়া, কংগ্রেস নেতা নজরুল ইসলাম মীরা প্রমুখ।