বারইগ্রামের পরিত্যাক্ত লরি থেকে উদ্ধার গাঁজা!
গণআওয়াজ প্রতিনিধি, বারইগ্রাম : আসাম পুলিশ যতই কঠোর দেখাক না কেন, অবৈধ ব্যবস্থায়ীরা তাদের পাচার বানিজ্য চালিয়ে যাচ্ছেই।
শনিবার রাতে করিমগঞ্জের বারইগ্রাম এলাকায় একটি লরি থেকে বাণ্ডিলে বাণ্ডিলে গাঁজা উদ্ধার করা হয়।
BR 02 AA 8561 নম্বরের এই লরি থেকে পাওয়া যায় প্রায় দেড় কুন্টাল গাঞ্জা।
এই ঘটনা অসম-ত্ৰিপুরা সীমান্তের চুড়াইবাড়ির পুলিশের নাকা চেকিং-এর পোস্টের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
এলাকার মানুষ প্ৰত্যক্ষ করেছিলেন একটি অজ্ঞাত পরিচয় অল্টৌ গাড়ী একটি লরিকে তাড়া করে এক সময় আন্ধারি বাজার এলাকায় দাড় করাতে সক্ষম হন।
এই অবস্থায় ট্ৰাক রেখে পালিয়ে যেতে সক্ষম হয় চালক।
অন্যদিকে গরমের কারণে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকজনকে দেখে ঘটনাস্থল থেকে অল্টো গাড়িটিও উধাও হয়ে যায়।
দীৰ্ঘ সময় লরিটি অসম-ত্ৰিপুরা সংযোগী ৮নং জাতীয় সড়কের উপর দাড়িয়ে থাকতে দেখে স্থানীয় জনতা পুলিশকে খবর দেন।
এরপর পুলিশ এসে লরির ভিতরে তল্লাসি চালানোর পর বেরিয়ে ১৪ বাণ্ডিল গাঞ্জা।
যার ওজন ১৪৩.২৫৫ গ্ৰাম।
এই ঘটনায় আন্তঃরাজ্য সীমান্তে থাকা পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠে কিভাবে লরিটি ত্রিপুরা থেকে গাঞ্জা নিয়ে সীমান্ত অতিক্ৰম করতে সক্ষম হল?
নেশা জাতীয় সামগ্ৰী জব্দ করে সংবাদ শিরোনাম দখল করা পুলিশের চোখে ধুলো দিয়ে প্রতিদিন যে কত কোটি কোটি টাকার নেশা সামগ্রী পাচার হচ্ছে এই ঘটনায় প্ৰমান করে।